মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০১৫

পবিত্র কুরআন শরীফে বর্নিত ২৫ জন নবী এবং রসূল আলাইহিমুস সালাম উনাদের নাম মুবারক :-


(১) সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ, সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

(২) হযরত সাইয়্যিদুনা আদম ছফীহুল্লাহ আলাইহিস সালাম।

(৩) হযরত সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম।

(৪) হযরত সাইয়্যিদুনা ইদরীস আলাইহিস সালাম।

(৫) হযরত সাইয়্যিদুনা হূদ আলাইহিস সালাম।

(৬) হযরত সাইয়্যিদুনা ছালেহ আলাইহিস সালাম।

(৭) হযরত সাইয়্যিদুনা ইবরাহীম আলাইহিস সালাম।

(৮) হযরত সাইয়্যিদুনা লূত আলাইহিস সালাম।

(৯) হযরত সাইয়্যিদুনা ইসমাঈল জবীহুল্লাহ আলাইহিস সালাম

(১০) হযরত সাইয়্যিদুনা ইসহাক আলাইহিস সালাম।

(১১) হযরত সাইয়্যিদুনা ইয়াকূব আলাইহিস সালাম।

(১২) হযরত সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাম।

(১৩) হযরত সাইয়্যিদুনা আইয়ূব আলাইহিস সালাম।

(১৪) হযরত সাইয়্যিদুনা শু‘আইব আলাইহিস সালাম।

(১৫) হযরত সাইয়্যিদুনা মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম।

(১৬) হযরত সাইয়্যিদুনা হারূণ আলাইহিস সালাম।

(১৭) হযরত সাইয়্যিদুনা ইউনুস আলাইহিস সালাম।

(১৮) হযরত সাইয়্যিদুনা দাঊদ আলাইহিস সালাম।

(১৯) হযরত সাইয়্যিদুনা সুলায়মান
আলাইহিস সালাম।

(২০) হযরত সাইয়্যিদুনা ইলিয়াস আলাইহিস সালাম।

(২১)হযরত সাইয়্যিদুনা আল-ইয়াসা‘
আলাইহিস সালাম।

(২২) হযরত সাইয়্যিদুনা যুল-কিফ’ল
আলাইহিস সালাম।

(২৩) হযরত সাইয়্যিদুনা যাকারিয়া আলাইহিস সালাম।

(২৪) হযরত সাইয়্যিদুনা ইয়াহ্ইয়া আলাইহিস সালাম।

(২৫) হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম।

আল্লাহ পাক রব্বুল আ’লামীন উনাদের বরকতময় নাম মুবারকের উছিলায় আমাদের রহমত, মাগফেরাত, সন্তুষ্টি দান করুন। আমীন !!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Who was the Father of ibrahim? ইব্রাহীম (আ) এর পিতা কে ছিলেন?

The Prophet Ibrahim (may Allah’s peace and blessings descend upon our Prophet Muhammad and upon him and both their families) was the son of ...