বৃহস্পতিবার, ১১ জুন, ২০১৫

কিছু ফজিলতপুর্ন দুরুদ শরীফ :








আমলের জন্য কতিপয় দুরুদ শরীফ ও তার ফজিলত সমুহ :



★ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্নিত, “
যে এই দুরুদ শরীফ একবার পাঠ করবে আল্লাহ তার জন্য ফেরেশতাদেরকে নিয়োগ করবেন যারা ১০০০ দিন তার জন্য সওয়াব লিখতে থাকবে।

"জাযাল্লাহু আন্না মুহাম্মাদান
মাহু ওয়া আহলুহু ।"

ইমাম তাবারানী (রহ) : ওনার বিখ্যাত কিতাব [তাবারানী শরীফে]



আরো কিছু দুরুদ শরীফ :



★ আল্লাহুম্মা ছাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, ওয়াসীলাতী ইলাইকা ওয়া আলিহী ওয়াসাল্লিম! (নকশবন্দীয়া ও মুজাদ্দেদিয়া তরিকার শ্রেষ্ঠ দুরূদ শরীফ)

★ আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়াতারদা লাহু। (প্রিয় নবীর নৈকট্য লাভ)

★ আল্লাহুম্মা সাল্লিয়ালা সায়্যিদিনা ওয়ামাওলানা মুহাম্মাদিন ওয়ালা আলিহি ওয়াসাল্লিম।
(সমস্ত গুণাহ ক্ষমা)

★ সাল্লাল্লাহু আ'লা মুহাম্মদ। (রহমতের সত্তরটি দরজা খুলে দেয়া হয়)

★ আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিক আ'লা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিল হাবীবীল আলীয়্যিল ক্বাদরিল আ'যিমীল জাহী ওয়া আ'লা আলিহি ওয়াছাহবিহী ওয়াসাল্লিম।
(মৃত্যুর সময় দীদারে মোস্তফা)

★ হযরত সায়্যিদুনা আনাস রাদ্বিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্নিত আছে,
তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ-
যে ব্যক্তি নিচের শরিফটি পড়বে? সে যদি! দাড়ানো থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা থাকে তাহলে দাড়ানোর পূর্বে তার জীবনের গুনাহ গুলো ক্ষমা করে দেয়া হবে। -সুবহানআল্লাহ!
আসুন?
একবার দরুদ শরিফটি পাঠ করে নিই :-
'
আল্লাহুম্মা ছল্লি আ'লা সায়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিও ওয়াআ'লা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম।
সূত্রঃ- (আফদ্বালুস সালাওয়াত আলা সায়্যিদিস সাদাত,৬৫পৃষ্টা)।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Who was the Father of ibrahim? ইব্রাহীম (আ) এর পিতা কে ছিলেন?

The Prophet Ibrahim (may Allah’s peace and blessings descend upon our Prophet Muhammad and upon him and both their families) was the son of ...