শনিবার, ১০ অক্টোবর, ২০১৫

আহলে হাদিসের জালিয়াতি :


যারা বুখারী নিয়ে জালিয়াতি করে তাদের মুখে আবার সহিহ হাদিসের জিকির।
দেখুন জালিয়াতি।


কিতাবের নাম সহিহুল বুখারী (বঙ্গানুবাদ)
প্রকাশনী: তাওহীদ প্রকাশনী (আহলে হাদিসদের প্রকাশনী)


এই বুখারীর প্রথম হাদিসের একজন রাবীর নাম হলো, ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী। তিনি নির্ভরযোগ্য রাবী। একারনেই তো তার বর্ণিত হাদিস বুখারীর সর্ব প্রথমে স্থান পেয়েছে।

কিন্তু দুঃখের বিষয় হলো, একই কিতাবের ২য় খন্ডের ৩৪৩ নং পৃষ্ঠার টিকায় আহলে হাদিস শাইখ আকরামুজ্জামান এই সম্মানিত রাবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করল। এবং প্রমান স্বরূপ যা কিছু পেশ করেছে সবই ভুয়া। এক পৃষ্টায় ৯/১০টি মারাত্মক বড় ভুল করে মহা ,মুর্খতার পরিচয় দিয়েছে।

এহেন পরিস্থিতিতে জন সাধারণ এ সকল জালিয়াতি পূর্ণ বই পড়ে দ্বীনের ব্যপারে কতটুকু নিরাপদ থাকতে পারে।
বিঃ দ্রঃ সকল আহলে হাদিস এই বুখারীর উপরই নির্ভর করে থাকে।
জানা থাকা ভাল যে, সকল আহলে হাদিসের হাতিয়ার হলো, মিথ্যা ও জালিয়াতি। যার একটি মাত্র প্রমান এখানে পেশ করলাম।
জালিয়াতির কিছু লিংক-


http://m.youtube.com/watch?v=xoPLvxFbafU

http://m.youtube.com/watch?v=DNsradcQAPA

http://m.youtube.com/watch?list=PLEKjfSe2aCmCrlG6sDnP2A5ZEK92j3lpi&v=BNcXROjnGyA

http://m.youtube.com/watch?list=PLEKjfSe2aCmCrlG6sDnP2A5ZEK92j3lpi&v=StRsOTi9iZ0

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Who was the Father of ibrahim? ইব্রাহীম (আ) এর পিতা কে ছিলেন?

The Prophet Ibrahim (may Allah’s peace and blessings descend upon our Prophet Muhammad and upon him and both their families) was the son of ...