মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসালামকে নিজেদের মত সাধারন মানুষ বলাটা কাফের-মুশরিকদের রীতিঃ

এ সম্পর্কে আল-কুরআনের কতিপয় আয়াতআয়াত দ্বারা উদাহরণ দেয়া হলঃ– 

® হযরত নূহ আলাইহিস সালাম এর সম্প্রদায়ঃ-

فقال الملؤا الذين كفروا من قومه ماهذا الابشر مثلكم 

অর্থ : তাঁর (নুহ আঃ এর) সম্প্রদায়ের সর্দারেরা তাদের অনুসারীদের বলল, ” এ লোকটি তোমাদের মতই একজন মানুষ ছাড়া আর কিছু নয় !” 
★ সূরা মু’মিনুন ২৪ 

® সামুদ জাতির লোকেরা হযরত সালেহ আলাইহিস সালাম সম্পর্কে বলেছিলোঃ-

قالوا انما انت من المسحرين ما انت الا بشر مثلنا 

অর্থ : তোমাকে যাদু করা হয়েছে। তুমি আমাদের মত মানুষ ছাড়া আর কি ? 
★ সূরা শুয়ারা ১৫৩-১৫৪ 

® ইনতাকিয়া শহরের অধিবাসীরাও হযরত ঈসা আলাইহিস সালাম এর প্রতিনিধিদের বলেছিলোঃ-

 قالوا ما انتم الا بشر مثلنا 

অর্থ – তোমরা তো আমাদের মতই মানুষ !” 
★ সূরা ইয়াসিন ১৫ 

® ফেরাউন ও তার অনুসারীরা মুসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম সম্পর্কে বলেছিলোঃ-

 فقالوا انؤمن لبشرين مثلنا 

অর্থ : আমরা কি আমাদের মত দু’জন মানুষের উপর ঈমান আনব ? 
★ সূরা মু’মিনুন ৪৭  

® আল্লাহর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে লক্ষ্য করে কাফেররা বলতোঃ– 

واسروا النجوي الذين ظلموا هل هذا الابشر متلكم 

অর্থ : এ জালেমরা পরস্পর এবলে কানাঘুষা করে যে, এ লোকটি ( নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তোমাদের মত মানুষ ছাড়া আর কি ?”
★ সূরা আম্বিয়া ৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Who was the Father of ibrahim? ইব্রাহীম (আ) এর পিতা কে ছিলেন?

The Prophet Ibrahim (may Allah’s peace and blessings descend upon our Prophet Muhammad and upon him and both their families) was the son of ...