মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০১৫

ওযু নিয়ে আহলে হাদিসের নেতাদের মধ্যে মতবিরোধঃ



নামধারী ফিরকায়ে আহলে হাদিস লা মাঝাবীরা জবাব দাও।

কুরআন এক, হাদীস এক তাইলে তোমাদের নেতাদের মধ্যে এতো মতভেদ কেন?

****************************

ওযুতে ধারাবাহিকতা রক্ষার বিধান।

প্রথম বক্তব্য: ওযুর অঙ্গসমূহ ধারাবাহিকভাবে একের পর এক ধৌত করা ওয়াজিব। 
এটি ইবনে বায [১] ও ইবনে উসাইমিন [২] রহ. এর বক্তব্য।

দ্বিতীয় বক্তব্য: ওযুতে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়। 
এটি আলবানী [৩] সাহেবের অভিমত। 

রেফারেন্স:
[১] মাজমুউ ফাতাওয়া ও মাকালাত, খ.৩, পৃ.২৯৪। খ.১০, পৃ.১০২,১০৬। আল-ফাওয়াইদুল জালিয়্যা, পৃ.৫২।

[২] আশ শরহুল মুমতা, খ.১, পৃ.২১৭-২১৮। মাজমুউ ফাতাওয়া ও রসাইল, খ.১১, পৃ.১৪১-১৪৪।

[৩]সিলসিলাতুল আহাদিসিস সহীহা, ১/১/৫২৫। হাদীস নং ২৬১। তামামুল মিন্না,পৃ.৮৮।

উৎস: নামায সংক্রান্ত মাসআলায় আরব আলেমদের মাঝে মতবিরোধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Who was the Father of ibrahim? ইব্রাহীম (আ) এর পিতা কে ছিলেন?

The Prophet Ibrahim (may Allah’s peace and blessings descend upon our Prophet Muhammad and upon him and both their families) was the son of ...