সোমবার, ৬ জুলাই, ২০১৫

আল-কুরআন : সুরা ১: ফাতিহা :


بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
বিসমিল্লাহ হির রাহমানির রাহিম




1|1|শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
1|2|যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
1|3|যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
1|4|যিনি বিচার দিনের মালিক।
1|5|আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
1|6|আমাদেরকে সরল পথ দেখাও,
1|7|সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Who was the Father of ibrahim? ইব্রাহীম (আ) এর পিতা কে ছিলেন?

The Prophet Ibrahim (may Allah’s peace and blessings descend upon our Prophet Muhammad and upon him and both their families) was the son of ...